November 13, 2025

Bookish Life

Home of Readers

মোহাম্মদ নাজিম উদ্দিনের নতুন থ্রিলার “দা ভিঞ্চি ক্লাব” – বইমেলা ২০২৫

দা ভিঞ্চি ক্লাব বইমেলা ২০২৫
বাংলাদেশের থ্রিলার জগতের সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় নাম হচ্ছে মোহাম্মদ নাজিম উদ্দিন। বাংলাদেশে বইয়ের জগতে থ্রিলার বইয়ের জনরাকে মানুষের মাঝে জনপ্রিয় করার অবদান অনেকটাই মোহাম্মদ নাজিম উদ্দিনের। তিনি মৌলিক এবং অনুবাদ উভয় জনরাতেই থ্রিলার কে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। প্রতি বইমেলায় তার অনুবাদ অথবা মৌলিক থ্রিলার পাঠকের জন্য থাকবে। তাই এবারও তার ব্যতিক্রম নয়। ২০২৫ সালে পাঠকের জন্য তিনি নিয়ে এসেছেন “দা ভিঞ্চি ক্লাব”।
দা ভিঞ্চি ক্লাব মোহাম্মদ নাজিম উদ্দিন
থ্রিলার এর সবচেয়ে বড় দিক হচ্ছে থ্রিলারের টুইস্ট এবং টার্ন। বইয়ের পাতায় পাতায় উত্তেজনা এবং সেই সাথে কিভাবে ভাবে কাহিনী এগিয়ে যাচ্ছে পাঠককে তা বুঝতে না দেয়া। কাহিনীর সাথে পাঠকও যেন চলে যান সেই কল্পনার জগতে। থ্রিল, এডভেঞ্চার এবং রহস্য ভরা কাহিনীর মাঝে পাঠক মোহবিষ্ট হয়ে থাকেন। ঠিক এই জায়গাতেই মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখার আকর্ষণীয় দিক। তিনি পাঠককে কাহিনীর সাথে নিজেকে সুন্দর ভাবে সংযোগ স্থাপন করতে পারেন।

দা ভিঞ্চি ক্লাব – সংক্ষেপ

ডক্টর জেড রহসম্যয়, একাকি আর বিচ্ছিন্ন একজন মানুষ। জগতের সব বিষয়ে তার অপার কৌতুহল। ভক্তরা তাকে সবজান্তা হিসেবে দেখে। পাঁচ শ’ বছরের পুরনো একটি পেইন্টিংয়ের তত্ত্বতালাশ করতে হবে তাকে। কাজটা শুধু কঠিনই নয়, অসম্ভবও বটে। ঢাকা থেকে রোমে পা দিয়েই ডক্টর মুখোমুখি হলো অপ্রত্যাশিত ঘটনার। অপার কৌতুহল তাকে পরিচালিত করলো বরাবরের মতোই, আর যে সত্যটা আবিষ্কার করলো তা যেমন কৌতুহলোদ্দীপক তেমনি বিস্ময়কর। শেষ পর্যন্ত ডক্টর জেডের সঙ্গে পাঠকও চমৎকার একটি ভ্রমণের সঙ্গি হবে মোহাম্মদ নাজিম উদ্দিনের ভিন্ন ধরণের একটি চরিত্র আর্ট ডিটেক্টিভ ডক্টর জেড এবং ‘দা ভিঞ্চি ক্লাব’ গল্পে।
যেহেতু বইটি এখনও প্রকাশিত হয়নি তাই বইটি নিয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। তবে আমরা আশা করছি বইটি পাঠকে মন জয় করে নেবে। বইটি বইমেলা ২০২৫ এ প্রথমবারের মত প্রকাশিত হতে যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন ডিলান, এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ৩৬৮ এবং বইটির মূল্য রাখা হয়েছে ৫৫০ টাকা। বইটি আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে বইমেলায় পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।