বৃষ্টির দিন ভাড়া বেশি বুকিশ লাইফ রিভিউ

“জীবন যেখানে যেমন,
শুরু বা শেষ, এটাই নিয়তি
তবুও কেউ বেচে থাকে, আবার কেউ হারিয়ে যায়
নি:শব্দ স্পন্দন শুধু দীর্ঘশ্বাস “

 

মানুষের জীবন আর জীবনের বৈচিত্র‍্য অনেক বেশি৷ সবার জীবন এক নয়, আবার সব মানুষও এক নয়। হয়ত কেউ কেউ সবার থেকে আলাদা। জীবনের চাহিদা এবং জীবনের চাওয়া পাওয়া গুলোকে এক করা সম্ভব হয় না। তবুও মানুষ বেচে থাকে আশায় এবং স্বপ্নে।

বৃষ্টির দিন ভাড়া বেশি রিভিউ - আরিফ রায়হান অপু

স্বপ্নের চেয়ে বাস্তবতা অনেক সময় স্বপ্ন হয়ে ধরা দেয়। যার সাথে স্বপ্নের কোন মিল খুজে পাওয়া যায় না। তবুও সেটা বাস্তব। মানুষ কোন কোন সময় নিজেকে অসীম ভাবতে শুরু করে। কিন্তু সে ভুলে যায় সবার উপরে কেউ একজন আছে। যিনি দেখেন জানেন বোঝেন। তাই তিনি মানুষকে বিবেক বোধ বুদ্ধি দিয়েই পাঠিয়েছেন। যাতে করে সঠিক সিদ্ধান্ত সে নিতে পারে৷

 

লৌকিক বা অলৌকিক নয়, মাঝে মাঝে বাস্তবতাও স্বপ্নের মত মনে হয়। আবার স্বপ্ন যেন বাস্তব হয়ে মানুষের সামনে চলে আসে। তখন সব কিছু অপার্থিব মনে হয়। এটাই হয়ত জীবনের সত্য৷

 

পড়ে শেষ করলাম “বৃষ্টির দিন ভাড়া বেশি”। তানজীম রহমানের লেখা বইটি মুলত অতিপ্রাকৃত জনরায় লেখা হয়েছে। যেখানে অন্ধকার আর আলোর এক দ্বন্দ দেখান হয়েছে বলা যায়। এর সাথে ধর্মীয় দৃষ্টিভঙ্গি যুক্ত করে বইটি আলাদা মোড় দেয়া হয়েছে। বিষয়টি বেশ ভাল বলা যায়। গল্পের মুল থিম ভাল লাগলেও লেখক সম্ভবত বেশি ভাবেননি।

আরও পড়ুন – অমরত্বের সান্ধানে সাম্ভালার যাত্রা – প্রথম পর্ব (রিভিউ)

সব কিছু দ্রুত দ্রুত করেছন। অতিপ্রাকৃতের আইডিয়াতে যখ ধরে এগিয়েছেন সেখানে আবার ধর্মীয় দৃষ্টিতে দেখিয়েছেন যে মৃত্যুর পরও মানুষ কে ফিরিয়ে আনা যায়। যা এক প্রকার অসম্ভব। যদিও গল্পের জন্য এটা আমি মেনে নিয়েছি। একই সাথে লেখক চরিত্রায়ণের ক্ষেত্রে যদি আর একটু বাড়াতেন তবে সেটা বেশ ভাল হত। প্রতি চরিত্রই হালকা। গল্পের খল নায়ক বা ভিলেনের সাথে নায়কের যে টক্কর দেয়ার ব্যাপারটা এটাও বেশ মিসিং ছিল।

 

মুল নায়ক যেখানে একদম ই দুর্বল বলা যায়। হ্যা আপনার গল্পের খল চরিত্র যদি দারুণ হয়, তবে গল্পটা আরও দারুণ হয়ে পাঠকের কাছে উঠে আসে। তবে সেই সাথে নায়কের পার্টও শক্ত হতে হয়। সমান হতে হয়। যেটা এই গল্পের ক্ষেত্রে মিসিং। তাছাড়া সাব প্লট গুলো দুর্বল৷ মাঝে মাঝে কিছু জায়গাতে একটু বিরক্তিকর লেগছে। কাহিনী কিছু পরে গিয়েছে এমন আরকি।

 

এক বসায় পড়ার মত বই। আপনি যদি কোন অপেক্ষায় থাকেন বাস ট্রেন বা লঞ্চের জন্য। এই বইটা তখন সুখ পাঠ্য হবে। গল্পের ভাষা বেশ প্রাঞ্জল, আর সহজ৷ তাই পড়তে আরাম লেগেছে। মজার বিষয় হচ্ছে গল্পের সাথে “টুম্বাড়” এর কাহিনীর কিছুটা মিল পাওয়া যায়। তবে সেটা খুব ই কম। আমি পড়ার সময় কেন জানি এই টুম্বার মুভির কথাই মনে এসেছে।

 

সব মিলিয়ে বইটা অনেক বেশি ভাল লেগেছে বলা যায় না। তবে একে বারে খারাপ তাও নয়। সময় কাটানোর জন্য বেশ ভাল।

 

বই: বৃষ্টির দিন ভাড়া বেশি
লেখক: তানজীম রহমান
প্রকাশনী: আফসার ব্রাদার্স

 

রিভিউ – আরিফ রায়হান অপু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *